খুঁজুন
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজঃ শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম:
প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের দেশ-বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার: মির্জা ফখরুল দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর আলমডাঙ্গা গড়গড়িতে পুলিশের মাদক বিরোধী অভিযান আটক ২: মাদক ও টাকা উদ্ধার শিক্ষার্থীদের ৮ বার্তা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ শিথিলের পর কাজে বের হয়ে সড়কে প্রাণ গেল যুবকের মুখোশ পরে শিক্ষার্থীদের ওপর হামলা করে দুষ্কৃতকারীরাঃশিক্ষামন্ত্রী নওফেল ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশ ‘নারী কোটা বাদ দেওয়ার সময় এখনও আসেনি’ পুলিশ মারলে দশ হাজার, ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল: ডিবি প্রধান কোটার দাবি পূরণ হয়েছে, এখনও কীসের আন্দোলন: প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে সেনাপ্রধান মিন অং হ্লাইং নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলট ছাড়া সব আরোহীর মৃত্যু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে ড্রাই ফ্রুটস ইন্টারনেট বন্ধে সফটওয়্যার খাতে ৫০০ কোটি টাকার ক্ষতি সহিংসতায় জড়িত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে : ওবায়দুল কাদের আশংকা ছিল এ ধরনের একটা আঘাত আসবে:প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস র‍্যাম্প নির্মাণে ত্রুটি, দুই প্রান্তের র‍্যাম্পের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে আরো ১১২ মিটার,ব্যয় বাড়ল ১১ কোটি টাকা চীনে শপিং মলে আগুন, নিহত ১৬ কোটা আন্দোলন নিয়ে স্বস্তিকা মুখার্জীর আবেগঘন স্ট্যাটাস সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে র-ণ-ক্ষে-ত্র শনিরআখড়া জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ চুয়াডাঙ্গা সহ বিটিভির তিন জেলা প্রতিনিধিকে বাদ দেওয়ার নির্দেশ

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

ফল, সবজিসহ বিভিন্ন ফল-ফসলে কীটনাশকের ব্যবহার প্রয়োজন মাফিক করতে হবে। এ সব যেন মানবদেহের জন্য ক্ষতির কারণ না হয়ে উঠে। এলাকার ড্রাগনের দেশব্যাপি সুনাম রয়েছে। ড্রাগনে কোন ভাবেই হরমোন প্রয়োগ করা যাবেনা। বড়বাজার, রেলবাজার, নতুন বাজার সহ জেলায় ধর্মীয় বিধান অনুযায়ী পশু জবাই পর্যবেক্ষণ, অসুস্থ্য পশু-পাখি বিক্রয়ে যথাযথ ভাবে তদারকি নিশ্চিত করতে হবে। নিত্যপণ্য, নির্মাণ সামগ্রী, মিষ্টি ও বেকারীর খাবার মান নিশ্চিত ও সঠিক দামে বিক্রির বিষয়ে তদারকি থাকতে হবে বলে জানান জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সোমবার (০৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় ফল, ফসল, পশু, পাখি, সবজি উৎপাদন হয়। কৃষি সমৃদ্ধ একটি জেলা। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার সঠিক ভাবে করতে হবে। অতিরিক্ত কীটনাশক যেন মানদেহের জন্য ক্ষতির কারণ না হয়ে দাড়ায়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক শারমিন আক্তার, জুডিশিয়াল মুন্সী খানার সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন অধিদপ্তর প্রতিনিধি শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চেম্বার প্রতিনিধি নাসির আহাদ জোয়ার্দ্দার প্রমুখ।

প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের

পশ্চিমাঞ্চল অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াত এবং তাদের দোসরদের।কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে।

তিনি বলেন, আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু কামনা করি না। প্রতিটি হত্যার বিচার হবে। যারা সহিংসতায় জড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকে কেন্দ্র করে যে তাণ্ডব চালানো হয়েছে তা দেশের মানুষ মেনে নেবে না। অচিরেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। তারা দেশ এবং দেশের মানুষের ওপর আস্থা করে না। এবারও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়ায় এ দায় থেকে মুক্তি পেতে বিদেশিদের হস্তক্ষেপ চাইছে।

সেতুমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বিএনপি-জামায়াতের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। সরকার হটানোর অপচেষ্টা সফল হতে দিতে পারি না। এ অশুভ চক্রান্ত ব্যর্থ হবে ইনশাল্লাহ। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত। সরকার হটাতে এখনো সক্রিয় দেশি-বিদেশি কুচক্রী মহল।

ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি কুচক্রী মহল এখনো সক্রিয় আছে। বিএনপির জামায়াতের সশস্ত্র ক্যাডাররা আবারো হামলা চালানোর চেষ্টা করতে পারে। দেশবাসীর প্রতি আহ্বান যেখানেই আক্রমণকারী দেখবেন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আহমাদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার: মির্জা ফখরুল

পশ্চিমাঞ্চল অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
দেশ-বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরোচিত নজীর স্থাপন করেছে, তা দেশ-বিদেশের সকল স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। শুক্রবার (২৬ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন দেশে সরকারের দায়িত্ব হলো- রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। গত কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, সেই মুহূর্তে সরকারপ্রধানসহ সরকারি দলের নেতা-মন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার। সরকারি দলের সন্ত্রাসী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকার কেনা গুলি, টিয়ারসেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্র-ছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্র-ছাত্রীকে আহত করেছে। এটি দেশবাসীসহ বিশ্ববাসী অবলক্ষণ করেছে।

তিনি বলেন, এই নির্মম অত্যাচারে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ হতবাক ও ক্ষুদ্ধ হয়েছে এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। বিএনপিও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারাদেশে কর্মসূচিও পালন করেছে। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ, বিএনপি নেতা-কর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করছে। এখন পর্যন্ত তাদের হিসাবে প্রায় ৩ হাজার গ্রেপ্তার করছে, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার।

ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি। বরাবরই আওয়ামী লীগ লাশের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য গত কয়কদিন যে পরিমাণ নিরীহ ছাত্র-মানুষকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে- তা পাকিস্তানী হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়।

মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। এছাড়া জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে, তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গন্ডায় আদায় করে নিবে।

তিনি আরও বলেন, যে সরকার ক্ষমতায় থাকার জন্য নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই এই অবৈধ সরকারকে বলবো- অবিলম্বে পদত্যাগ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন।

ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী

দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার

পশ্চিমাঞ্চল অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ণ
দলমত নির্বিশেষে আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা সরকার করবে। শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে আহতদের তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলজে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ-খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নিদের্শ দেন।

এর আগে সকালে রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা।