স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা আক্রান্ত
ঢাকা প্রতিনিধি: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
স্বাস্থ্য অধিদফতর বলছে, চিকিৎসকের পরামর্শে নাসিমা সুলতানা আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। এখনো পর্যন্ত তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা যায় নি।
উল্লেখ্য, এ নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের বেশ ক’একজন কর্মকর্তা ও কর্মচারী করোনায় সংক্রমিত হলেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে এ কথা।
আরও উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম ৫জন টিকা গ্রহণকারীর একজন। গত ২৭ ও ২৮ জানুয়ারী দেশে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। নাসিমা সুলতানা ২৭ জানুয়ারী টিকা নিয়েছিলেন।