স্টাফ রিপোর্টার::চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়ার ফুটবল মাঠে স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪টার সময় এই ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী খেলায় স্বপ্নপূরণ ফুটবল মাঠ কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন (লাল্টু)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, আলুকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নপূরণ মাঠ ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।
আয়োজনে ছিলেন আন্দুলবাড়ীয়ার এ.কে.এম ক্লাব।