paschimanchal-news-1

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর বড় বোন এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলী রেজা সজলের মাতা রাবেয়া জোয়ার্দ্দার(৭৮)গতকাল শনিবার রাত ৮:১৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে চুয়াডাঙ্গা বড় বাজার পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ……..রাজেউন)।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃওয়ালিউর রহমান নয়ন মরহুমার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৬ সন্তানের মধ্যে ২ পুত্র সজল ও তুহিন, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় পুত্র বাদশা দীর্ঘদিন আগে ইন্তেকাল করেন।

মরহুম রাবেয়া’র মৃত্যুর সংবাদ শুনে বড় বাজার পাড়ায় মরহুমের বাসভবনে যান মরহুম এর ভাই,বোন, ভাগ্নি, আত্নীয়সজন মরহুম এর ভাই আব্দুল মোমেন জোয়ার্দ্দার,মোজাহারুল ইসলাম জোয়ার্দ্দার,চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সহ আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ দেখতে যান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি খুস্তার জামিল,যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুর রহমান লাভলু,চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা,চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মঈন উদ্দিন মুক্তা,চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা জেলা জজ কোটের পিপি এ্যাড বেলাল হোসেন,০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন,জেলা আওয়ামীলীগ এর উপ-প্রচার সম্পাদক শওকত আলি,চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক সোহরাব হোসেন,চুয়াডাঙ্গা জেলা রেডক্রিসেন্ট ইউনিট এর সাধারন সম্পাদক জেলা পরিষদ এর সদস্য শহিদুল ইসলাম শাহান প্রমুখ।

আজ রবিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে নামাযের জানাযা শেষে জান্নাতুল মাওলা করবস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।জানাজা ও দাফন কার্যে শরীক হওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুম এর সন্তান সজল ও তুহিন।