তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-বাব শহরে একটি ট্রাকে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ছিলেন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার শহরটির একটি বাস স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানায় সংস্থাটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিগুলোতে দেখা গেছে, বিস্ফোরণস্থানে আগুন জ্বলছে। আশেপাশে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে যেখান থেকে ধোঁয়ার উড়ছে।
তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের বাহিনী ২০১৭ সালে ইসলামিক স্টেট বা আইএসের কাছ থেকে আল-বাব দখল করার পর থেকেই সেখানে হামলার ঘটনা ঘটছে। সিরিয়ার ওই অঞ্চলের কিছু এলাকা তুরস্ক এবং তাদের মিত্ররা নিয়ন্ত্রণ করে।
সর্বশেষ এ হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা মার্ক কাটস। টুইটারে তিনি লেখেন, বেসামারিক ব্যক্তিদের ওপর নির্বিচারে এ ধরনের চলমান হামলার তীব্র নিন্দা জানাই আমরা।
সূত্র- আল জাজিরা