আলমডাঙ্গা অফিসঃ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আলমডাঙ্গায় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ধর্ষণ বিরোধী ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  আলিফ উদ্দিন মোড়ে এসে জড়ো হয়।  শিক্ষার্থীরা ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা’র ব্যানারে এই মানববন্ধন কর্মনুচীতে অংশ নেন। মানববন্ধনে  আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহাম্মেদ ডন বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ তমাল রোমান,  আয়োজনকারী সংগঠনের সমন্বয়কা্ী সজল আহমেদ টগর। এছাড়াও উপস্থিত ছিলেন নাঈম হাসান অয়ন, সাইফুল ইসলাম শাফি, সাব্বির আহমেদ, সুমাইয়া তাবাচ্ছুম তিয়া, ব্রাইট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা জাকারিয়া হিরো, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *