স্টাফ রিপোর্টার : সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে বেসরকারি সংস্থা মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গায় বেসরকারি সংস্থা মানবতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন, নুরুল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল , সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, ওয়াহেদুজ্জামান বুলা, এবং মানিক আকবরসহ আইনজীবীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবি করা হয়। যারা পৃষ্ঠপোষক তদেরকেও আইনের আওতায় আনার দাবি করা হয়। আর কেউ যেন এ ধরণের নির্যাতনে শিকার না হয় সেদিকে প্রশাসনকে কঠোর নজর দিতে আহবান জানানো হয়।
মানববন্ধনে সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সেক্রেটারী এসএম রফিউর রহমান, মজিবুল হক চৌধুরী মিন্টু, এসএস আসাদুজ্জামান গণি, মমতাজ বেগম,তানিয়া লাঞ্চ, জীল্লুর রহমান, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, শিক্ষক জামিরুল ইসলাম, নারী নেত্রী নার্গিস পারভীন, সেলিমুল হাবীব, ছাত্রনেতা শান্ত, স্বাধীন ও রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *