স্টাফ রিপোর্টার: সারাদেশে অব্যাহত নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পলন করা হয়েছে। নোয়াখালীতে এক গৃহবধুকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন, সিলেটেৱ এমসি কলেজে গৃহবধা ধর্ষণসহ সারাদেশে অব্যাহত নারীদের নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে এ মানববন্ধন পালন করা হয়। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ছাত্র ইউনিয়ন, ইয়ুথ এসেম্বলি, চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ ও শিল্পিগোষ্ঠী। এ সময় ধর্ষক বিরোধী শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহনকারীরা ধর্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সংলাপের নজির আহমেদ, জাসদের জেলা সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হামিদুল হক মুন্সি, শহর বাউল একাডেমীর হিটু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক শাওন কুমার প্রমুখ।মানববন্ধনের সভাপতিত্ব করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম।এ সময় বক্তারা বলেন, সারাদেশ যেন এখন ধর্ষণ ও নারী নির্যাতনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একদিকে বিচারহীনতা অন্যদিকে মাদক, পর্ণোগ্রাফি, নারীর প্রতি কূপমণ্ডূক দৃষ্টিভঙ্গি সমাজে নারী নির্যাতনের ক্ষেত্র তৈরি করেছে। এ অবস্থায় প্রত্যেক পাড়া মহল্লায় নারী নির্যাতনকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। এ পথেই সরকারকে বাধ্য করতে হবে ধর্ষক-নিপীড়কদের উপযুক্ত বিচার করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *