অনলাইন নিউজ ডেস্ক :সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে গোপালপুর গ্রামে খাদিজা বেগম নামে এক মহিলা দা হাতে নিয়ে নিজ শাশুড়িকে মারপিট করছে এমন ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার রাত এগারোটার পরে, স্থানীয় একজন সাংবাদিক তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোফাইলে ওই ভিডিও আপলোড করেন। এর কিছুক্ষণ পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে উপজেলার গোপালপুর গ্রামে বিল্লাল হোসেনের স্ত্রী খাদিজা বেগম তার বৃদ্ধা শাশুড়িকে ছুটে এসে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময়ে ওই মহিলা ব্যাপক জোরে বেশ কয়েকটি লাথি মারতে দেখা যায় এছাড়া ওই মহিলাকে হাতে করে দা নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।
এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। ঘটনার সময়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। যিনি ভিডিও ধারণ করছেন তার উপরেও ক্ষিপ্ত হতে দেখা যায় ওই মহিলার। ওই ঘটনা দেখে গ্রামবাসী নিন্দা জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।