ষ্টাফ রিপোর্টার : সাংবাদিক আহসান আলমের ভাগ্নে আবদি হাসান ফার্দিনের ১১তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। দেখতে দেখতে ১০ বছর পার করে ১১ বছরে পদার্পন করলো সে। গতকাল সোমবার সন্ধায় আবিদ হাসান ফার্দিন তার মামাতো ভাই আহসান সাকিব রুপন, আহসান সিফাত আপন, আহসান সাফিন তাহা ও আহসান সাদিক তাফসিরকে সাথে নিয়ে ছোট্র পরিসরে জন্মদিনের কেক কেটে দিনটি পালন করে। ফার্দিনের জন্মদিনে তার বাবা মালয়েশিয়া প্রবাসী শিমুল হোসেন তাকে ভিডিও বার্তায় দোয়া কামনা করেছেন।
এদিকে ফার্দিনের জন্মদিনে দোয়া কামনা করেছেন তার মা আবিদা সুলতানা নিতা, নানি নুরুন নাহার, বড় মামা আহসান হাবিব মান্নু, মামি নাজমীর পারভিন, মেজো ফুপ্পা হাজি সাইজুল ইসলাম, সেজো ফুপ্পা মীর মোখলেছুর রহমান টজো, ফুপু শামসুন নাহার, কামরুন নাহার, বড় আপু ডোনা অনন্যা, সুমাইয়া, সামিরা, নিশাত, বড় ভাইয়া সাফায়েতসহ পরিবারের সকলে। ফার্দিন তার জন্মদিনে সকলের নিকট দোয়া কামনা করেছেন।