পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:কামচাটকা অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভেসে আসছে সামুদ্রিক প্রাণীর মৃতদেহ। বিজ্ঞানীরা বলেছেন, ৯৫ শতাংশ প্রাণীর মৃত্যু হয়েছে।
এই বিপর্যয়কে রাশিয়ার সামুদ্রিক ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্রাজেডি হিসেবে গণ্য করা হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, খালাখিত্তিয়ারস্কাই সমুদ্র সৈকতে ভেসে এসেছে অক্টোপাস, সিল, কাঁকড়া, মাছসহ অনেক প্রাণীর মৃতদেহ। এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। পরিবেশবিদরা এটাকে পরিবেশগত বিপর্যয়ের বলে আশঙ্কা করছেন।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ বলেছেন, সামুদ্রিক প্রাণীর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে মানব সৃষ্ট দূষণ বা আগ্নেয়গিরির ভূমিকম্পকে দায়ী করা হচ্ছে।
দ্য মস্কো টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে, কিছু বিজ্ঞানী সামুদ্রিক জীবের মৃত্যুর জন্য দূষণকে দায়ী করেছেন। আবার কিছু বিজ্ঞানীরা সমুদ্রের অভ্যন্তরে আগ্নেয়গিরির বিস্ফোরণের সম্ভাবনাকেও উড়িয়ে দেননি।
তবে ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।
স্থানীয় মৎস্যজীবী ও সার্ফাররা জানিয়েছেন, এখানের জলে রয়েছে কীটনাশকের গন্ধ। একই সঙ্গে সার্ফিং করা কিছু লোক বমি বমি ভাব, গলায় ব্যথা এবং চোখে জ্বালার কথাও জানিয়েছেন। পরীক্ষা করে পানিতে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থাকার প্রমাণ মিলেছে।