স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে ছাত্রীদের নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে ব্যাক ওয়াশ কর্মসূচি কতর্ৃক নির্মিত একটি ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাহেলা খাতুন গার্লস একাডেমিতে এই ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, মো. রফিকুল হাসান বিট্টু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান (প্রঃ শিঃ), ব্রাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার মো. খালেদুর রহমান, ট্রেইনার মো. তাহেরুল ইসলাম, মো. রকিব উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলে রাব্বী মুন্সী (ফিট্টু)।