দর্শনা অফিসঃ রাষ্ট্রীয় চিনিকলসমূহ বন্ধের প্রতিবাদে বাংলাদেশ চিনিকল ফেডারেশন ও আখচাষী ফেডারেশনের কেন্দ্রিয় কর্মসূচী অংশ হিসাবে আগামী ২৮ নভেম্বর মানববন্ধন সফলের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সের হল রুমে শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও চিনিকল আখচাষী কল্যান সমিতির আয়োজনে দর্শনার সকল রাজনৈতিক, সামাজিক উন্নয়ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বাজার কমিটির প্রতিনিধিত্বশীল ব্যাক্তিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, সাবেক জেলা প্রশাষক ও দামুড়হুদা উপজেলা আ: লীগের সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান মন্জু, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি এড. কমরেট শহিদুল ইসলাম, বিএপি নেতা সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম, জাসদ (আম্বিয়ার) কেন্দ্রিয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সৈয়দ মজনুর রহমান, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান। এসময় অতিথিগন মতবিনিময় সভায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া চিনি শিল্প সরকারের সিদ্ধান্তের কারনে আরো সমস্যায় নিমজ্জিত হচ্ছে। বিভিন্ন ভুল সিদ্ধান্ত চিনিকল শ্রমিক-কর্মচারীদের ওপর চাপিয়ে চিনিকল বন্ধের পায়তারা করছে একটি মহল। তাছাড়া এই চিনিশিল্পের উপর কয়েক লক্ষ পরিবার নির্ভরশীল। তাই দলমত নির্বিশেষে দেশের রাষ্ট্রয়াত্ব চিনিকলসমূহ বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদে আগামী ২৮শে নভেম্বর সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকাল ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে মানবন্ধনে অংশগ্রহন করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, আখচাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি আ: হান্নান, সাধারণ সম্পাদক বারী বিশ্বাস, সহ-সভাপতি ওমর, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, দর্শনা গন উন্নয়ন গ্রহন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, সিএন্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, প্রমুখ।