যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ-এর জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ দোয়া অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত সকলের জন্য সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা ও চুয়াডাঙ্গা জেলাসহ দেশের সকল করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ।

গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় জেলা যুবলীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সার্বিক তত্বাবধানে বিশেষ দোয়া পরিচালনা করেন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।
দোয়ার আগে সংক্ষিপ্ত এক আলোচনায় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘শেখ ফজলে শামস পরশ ব্যক্তি জীবনে একজন সদালাপী, নম্র, ভদ্র ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত। তিনি ছোট বেলা থেকেই সামাজিক নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
নঈম সাহান জোয়ার্দ্দার আরও বলেন, ‘এই করোনা মহামারি সময়ে আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। নিজে বাচুন, নিজের পরিবার ও দেশকে বাচান। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে মাত্র একটি ফোন কলেই জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ-সামগ্রী আপনার বাড়িতে পৌছে দেওয়া হবে।’
সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মাহফিলে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দরুদ হাসান, মাসুম বিল্লাহ, পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, আল-ইমরান শুভ, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, টুটুল, দিপু বিশ্বাস, জামাল, লোকমান, নোমান, রুবেল, কবির, সজল, আনোয়ার, বিপুল, ইমনার, শাকিব, অমি, কাফি প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এছাড়া দেশে ও প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মীর জন্যও প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *