পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন করে কোভিড-১৯ এ ৭৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে করোনা ভাইরাসে ৭৭ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের।

এনবিসি নিউজের দেওয়া তথ্য মতে, এর আগে গত ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। যে সংখ্যাকে ছাড়িয়ে গেছে বৃহস্পতিবারের করোনা শনাক্ত।

এদিকে জনস হোপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, দেশটিতে এ পর্যন্ত ৮.৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *