মেহেরপুরে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের তিনদিনব্যাপি কর্মশালা উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইন্সিটিউটের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রজল্পের আওতায় “ফ্যাক্ট ফর লাইফ উইথ ফিল্ড প্রাকটিস” বিষয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইন্সিটিউট মহাপরিচালক শাহীন ইসলাম (এনডিসি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইন্সিটিউট পরিচালক নজরুল ইসলাম,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান ও কর্মশালা সমন্বয়কারী মাসুদ মনোয়ার। মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ জেলায় ইলেকট্রনিক্স মিডিয়ার যারা টেলিভিশনে জেলা প্রতিনিধিত্ব করেন তারা এ কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।