মুজিবনগর প্রতিনিধি : মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়কে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে সুজন (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। আহত হয়েছে মোটর সাইকেল আরোহী সাঈদ (২৩) নামের এক যুবক। মুজিবনগর থানা পুলিশ সুজনের লাশ মুজিবনগর থানায় নিয়েছে এবং পথচারীরা মারাত্মক আহত সাঈদকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮ টার দিকে।
নিহত সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে ও আহত সাঈদ একই গ্রামের মস্কর আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান- ঘটনার দিন সন্ধ্যার পরে তারা মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে সার-বিষের লেন-দেন সংক্রান্ত কাজ শেষে মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়ক হয়ে বাড়ি ফিরছিল। তাদের ব্যবহৃত মোটর সাইকেল (টিভিএস, মেহেরপুর –হ- ১১-৯৬১৪) টি চালাচ্ছিল সুজন।
তারা সদর উপজেলার টেংরামারী ও মুজিবনগর উপজেলার শিবপুরের মধ্যে সেলফি মোড়ের সন্নিকটে পৌছালে বিপরীতগামী একটি খালী ট্রলির সামনের চাকার সেড ভেঙে যায়। এ ্সময় মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রন করতে না পেরে ট্রলির সাথে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই চালক সুজন মারা যায়। মারাত্মক আহত হয় আরোহী সাঈদ। পথচারীরা মারাত্মক আহত সাইদকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় নিহতের লাশ ও মোটর সাইকেলটি উদ্ধার করে মুজিবনগর থানায় নেয়া হয়।
এদিকে এদিন রাত ১০ টার দিকে নিহত সুজনের লাশ চেয়ে নিহতের স্বজনরা মুজিবনগর থানায় আবেদন করেন। এ সময় নিহতের স্বজনদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। তার পরও আমরা ট্রলির মালিক ও চালককে খুজছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *