মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক এর নিজ উদ্যোগে মেহেরপুরে বসবাসরত তৃতীয় লীঙ্গ, বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর পক্ষ থেকে ৫০জন তৃতীয় লীঙ্গ বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী। ঈদ উপহার বিতরণকালে পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশ ও পুনাক এর উদ্যোগে তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার করা হচ্ছে। যাতে এই সমস্ত মানুষ গুলো পরিবারের প্রিয়জনদের সাথে আনন্দে ঈদ উদযাপন করতে পারে। আমাদের এই সামান্য উপহার। পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও পুনাক সভাপতি তাহেরা রহমান জেলার ৫০ জন তৃতীয় লিঙ্গ মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পুনাক সদস্য ইরিন ইসরাত, ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন, আরআই পুলিশ লাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *