মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত সেনোর গোল্ড সিগারেট, নাসির বিড়ি ও আজিজ বিড়ি জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। অভিযানে বর্শিবাড়ীয়া গ্রামে জাব্বার ষ্টোর পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত সেনোর গোল্ড সিগারেট, নাসির বিড়ি ও আজিজ বিড়ি জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা -১০ এবং বিধি ২০১৫ এর ১(ঙ) মতে এই পুরাতন সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।