মেহেরপুরে শেষ হয়েছে সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি :ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মেহেরপুরে শেষ হয়েছে তিনব্যাপী কর্মশালা। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম) পর্যায় প্রকল্পের আওতায় এ ওয়ার্কশোপের আয়োজন কওে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটউটের পরিচালক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সদও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। তিনদিনব্যাপী প্রশিক্ষনে ইলেকট্রনিক্স মিডায়ার স্কিপ্ট, ক্যামেরা মাইক্রোফোন ও সাউন্ডের বিষয় প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ।
পরে সাংবাদিকদের নিয়ে হাতেকলমে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরি করে প্রজেক্টারের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়। পরে অংশগ্রহণকারী সাংবাদকিদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।