মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন ও স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে রবিবার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন এবং মরহুমের রাজনৈতিক জীবনকাল নিয়ে ইতিহাসের পাতা থেকে স্বারক সংখ্যার মোড়ক উন্মোচন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে যুক্ত থেকে স্মারক সংখ্যার মোড়ক উন্মোনের উদ্বোধন করেন মরহুমের কৃতি সন্তান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড: ইব্রাহিম শাহিন, মরহুমের বড় সন্তান সহিদ সাদেক হোসেন বাবলু, সহকারী অধ্যাপক মাসুদ রেজা , প্রভাষক ফররুক আহমেদ, প্রভাষক ড.আলিবদ্দিন। কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজার অন্বেষন ও সংকলনে এই স্মারক সংখ্যা প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *