মেহেরপুরে দৈনিক যায়যায়দিনের ১৬ তম জন্মদিন পালিত
মেহেরপুর অফিসঃ মেহেরপুরে ৩০ জুন বুধবার সকাল ১০ টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক যায়যায়দিনের ১৬তম জন্মদিন। মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে যায়যায়দিনের মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তুহিন,উপদেষ্টা মন্ডলির সদস্য ওয়াজেদুল হক, ক্লাবের কোষাধ্যক্ষ জিএফ মামুন লাকী, সাংবাদিক রাশেদুজ্জামান, বেন আমিন মুক্তসহ প্রিন্ট , ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। কেক কাটা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দৈনিক যায়যায়দিনের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।