মেহেরপুর প্রতিনিধি: ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মেহেরপুরে জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন থেকে শুরু করে নূর ফিলিং স্টেশন মোড় ঘুরে পুলিশ লাইনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপিএম (অপারেশন অ্যান্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ-জনগণ পরস্পরের সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করা সম্ভব। সরকার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। পুলিশের সাথে জনগণ কাজ করলে সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করা সম্ভব। তিনি আরও বলেন, সমাজে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। ধর্ষক ও ধর্ষিতা উভয় আমাদের সমাজের মানুষ। ধর্ষণের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। পুলিশ-জনতার যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে অনেক দুর্নীতি অনিয়ম ও মাদক নির্মূল করা সম্ভব। তাই আসুন পুলিশ-জনতা এক হয়ে কাজ করি। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল বাশার, সাধারণ সম্পাদক আসকার আলী, মেহেরপুর জেলা জজকোর্টের পিপি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শেষে সেরা পুলিশ কর্মকর্তা ও সেরা কমিউনিটি পুলিশিং এর সদস্যদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামান, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *