মেহেরপুর প্রতিনিধি:অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার মেহেরপুর জেলা যুগ্ম-জজ ২য় আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়াউল হক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের খোদা বক্স এর ছেলে। ২০১৮ সালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মিলন নামের এক ব্যাক্তি জিয়াউল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ৩০/১৮।