বিশেষ প্রতিনিধি:ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির সাজা বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মেডিকেল রিপোর্ট ছাড়াই পারিপার্শ্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিম্ন আদালতে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে এই রায় ঘোষণা করেন। বুধবার এই রায়ের ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নী জেনারেল আইনজীবী জান্নাতুল ফেরদৌস (রুপা)। তিনি মানবজমিনকে বলেন, ভিকটিমের মেডিক্যাল রিপোর্ট ছাড়াই ইবরাহিম গাজীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
আদালত তার রায়ে বলেন, ভুক্তভোগীর মৌখিক ও পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলেও তার ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করা যেতে পারে। তাই মেডিক্যাল রিপোর্ট না থাকার কারণে যে আসামি ধর্ষণ করেনি মর্মে খালাস পেয়ে যাবে, এই অজুহাত গ্রহণযোগ্য নয়।