স্টাফ রিপোর্টার:মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই স্লোগান বাস্তব প্রতিফলন করার লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে এলজিইডি মাসব্যাপী রক্ষণাবেক্ষন মাস উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করেন।  তার ধারাবহিকতায় এলজিইডি চুয়াডাঙ্গা জেলার পক্ষে  নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা  চুয়াডাঙ্গা  সদর উপজেলা ডিঙ্গেদহ জিসি-দর্শনা (সদর অংশ)  সড়কে ভ্রাম্যমান সড়ক মেরামতের কাজ এর শুভ উদ্বোধন করেন।
 উদ্বোধনীতে  এলজিইডি  চুয়াডাঙ্গা  নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা বলেন,চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ন পাকা সড়ক সমূহে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করা হবে। ফলে একদিকে সড়ক সমুহ বৃহত্তর ক্ষতির হাত থেকে রক্ষা পাবার সাথে সাথে সড়ক মেরামতের খরচ হ্রাস পাবে এবং অন্যদিকে সড়ক ব্যবহারকারীগন নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে।  
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী  রফিকুর রহমান খান,   সহকারী প্রকৌশলী  অপু রায়,সদর উপজেলা   প্রকৌশলী আরিফুদ্দৌলা, উপ-সহকারী  প্রকৌশলী আসানুল হক সাগর,  মেকানিক্যাল ফোরম্যান টিটন আলি সহ অনান্য কর্মকর্তা ও কর্মচারীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *