মুজিবনগর প্রতিনিধিঃ মুজিবনগরে রামনগর ফুটবল টুর্নামেন্টে ২ম সেমিফাইনালে নাজিরাকোনা একাদশ জয়ী হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় রামনগর জনকল্যান যুবসমিতি‘র আয়োজনে সেমিফাইনালের ২ম খেলায় নাজিরাকোনা একাদশ ট্রাইবেকারে ৫-৩ গোলে গৌরীনগর একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্ভোধন করেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের প্রাসাশক এ্যাড মিয়াজান আলী, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, টুর্নামেন্টের সভাপতি মোনাজাত মোল্লা, সহসভাপতি আজিবর রহমান, সাধারন সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, যুগ্নসম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ও সদস্য রবি, মান্নান, আজাদ, তৌফিকুল ও আনারুল ইসলাম প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। দুটি দলের মধ্যে অনুষ্ঠিত খেলা নিদিষ্ট সময়ে গোল শূন্য ড্র হওয়ায় প্লান্টিতে চলে যায়। এতে নাজিরাকোনা একাদশ ৫-৩ গোলে গৌরীনগর একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে।