সোহাগ মন্ডল,মুুুজিবনগর প্রতিনিধি : পায়রা উড়িয়ে মুজিবনগরে দারিয়াপুর মরহুম ছোট খোকা, আফতাবউদ্দীন, হয়রত আলী ও বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় দারিয়াপুর ফুটবল খেলার মাঠে মীর চানাচুর, সিটি ব্যাংক, ক্ষুদ্র ব্যবসাহী সমিতি লি: ও কুদরত-ই-খুদা ক্লিনিকের আয়োজনে জেলা আ‘লীগের যুগ্নসম্পাদক অ্যাডভকেট ইব্রাহিম শাহিন দারিয়াপুর ফুটবল খেলার মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় রাজাপুর একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা একাদশকে পরাজিত করে। উদ্ভোধনী খেলায় ওই স্মৃতি সংগঠন কমিটির সভাপতি কামরুল হাসান চাঁদু‘র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি পল্লভ ভট্রাচার্য্য, প্রফেসার হাসুনুজ্জামান মালেক, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, ইউপি আ‘লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুলসহ ওই কমিটির সদস্য বৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলাটি বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলার রাজাপুর একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে শাশীম একটি গোল করে ম্যান অপ দি ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করনে শাহী কামাল মতি। তাকে সহযোগিতা করেন জাকির ও নয়ন। আগামী সোমবার একই মাঠে মুখোমুখি হবে মেহেরপুর সিটি ক্লাব ও পাটকেলপোতা একাদশ।