মুজিবনগর প্রতিনিধিঃ মুজিবনগরের ভবরপাড়া গ্রামে জেলা পরিষদের ১নং সদস্য শাহিনউদ্দীন তার নির্বাচনী এলাকায় বিগত ৪ বছরের বিভিন্ন উন্নয়নের দিক তুলে আলোচনা সভা করেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে ভবরপড়া গ্রামের উত্তর পাড়া অম্রকানন চত্তরে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ ব্যক্তি মাওঃ ইব্রাহিম দফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও বাগোয়ান ইউনিয়নের সাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনউদ্দীন শাহিন। ওই সময় উপস্থিত ছিলেন ।ওই সময় উপস্থিত ছিলেন এলাকার প্রবিন ব্যাক্তি তোয়াজ উদ্দীন, শামিম শাহ ও মিনহাজ শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন একই পাড়ার মসজিদ কমিটির সাধারন সম্পাদক জাফর হক। প্রধান অতিথি শাহিনউদ্দীন শাহিন বলেন, আমি বিগত ৪ বছরে আমার ১নং ওয়াডের নির্বাচনী এলাকায় মসজিদ, মন্দির, ক্লাব, রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নের দেড় কোটি টাকার উর্ধে উন্নয়নমূলুক কাজ করেছি।