মিনিষ্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খাঁন আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য হওয়ায় সংবর্ধনা প্রদান
ষ্টাফ রিপোটারঃ চুয়াডাঙ্গার কৃতি সন্তান মিনিষ্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খাঁন রাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য হওয়ায় প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থা ও সংস্থার কর্মএলাকার প্রতিবন্ধীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থা মিটিং রুমে প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধীদের সংগঠন ডিপিওদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মিনিষ্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার শিক্ষিত বেকার ও কর্মক্ষম প্রতিবন্ধীদের আমার কোম্পানিতে চাকরির সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আগামি রমজান মাস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদানের বিষয় সহ প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করার পরিকল্পনা ব্যাক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিনিষ্টার মাই ওয়ান গ্রুপের জিএম আশরাফুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা ম্যানেজার কামরুজ্জামান কাজল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সাসাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোজেক্ট অফিসার আজিজুল হক। আলোচনা শেষে মিনিষ্টার মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ, প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরন সহ স্যানেটারী সামগ্রী প্রদান করেন।