দামুড়হুদা প্রতিনিধিঃ জীবননগর মিনাজপুরে মরহুম মেহের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের মিনাজপুর স্কুল মাঠে মরহুম মেহের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা ৪ টার সময় অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় অংশ গ্রহণ করেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম মাইলবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।খেলা চলার ১৫ মিনিটের মধ্যে গোল দেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তুষার। বিপক্ষ মাইলবাড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড়র গোল পরিষদ না করতে পারলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ১ গোলে জয়ী হন। টুর্নামেন্টে রেফারির প্রধান দ্বায়িত্ব পালন করেন বিল্লাহ সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন সবুর ও তুহিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন হোসেন। এসময় উপস্থিত ছিলেন – মিনাজপুর -২ নং ওয়ার্ড আওয়ামী লীগের মেম্বার সাইদুর ইসলাম, সাবেক ফুটবলার ফরজ, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আলম সদু প্রমূখ।