জীবননগর অফিস/মহেশপুর প্রতিনিধি:খুলনা থেকে ছেড়ে আসা জীবননগরগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ জয়নালের (৬০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে মহেশপুর ফতেপুর বাসস্ট্যান্ডের নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত জয়নাল(৬০) মহেশপুর উপজেলার রাখালভোগা রিফুজি পাড়ার মৃত: আবুল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা শাহীন পরিবহন এর একটি যাত্রীবাহী বাসটি জীবননগর অভিমুখে আসছিলো। বিকাল ৫টার দিকে বাসটি ফতেপুর বাসস্ট্যান্ডের নিকট পৌঁছালে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ জয়নাল(৬০) রাস্তার পার হওয়ার সময় দ্রুতগতির বাসের সাথে ধাক্কা লাগে। দূর্ঘটনায় মারাত্নক আঘাতপাপ্ত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পথচারী জয়নাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।