দর্শনা অফিসঃ দর্শনা থানা উলামা পরিষদ ও পৌর ইমাম সমিতির উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের পণ্য বাংলাদেশে বর্জনসহ দেশটির প্রেসিডেন্টকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় দর্শনা সরকারী কলেজ মাঠে শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মুফতি গোলাম কিবরিয়া। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবুজার গিফারী, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কাজী রকিব উদ্দিন, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ। সমাবেশ শেষে দর্শনা কলেজ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।এ সময় তাওহীদি জনতা “বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান”,“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, “ফাঁসি চাই ফাঁসি চাই মাক্রোঁর ফাঁসি চাই, স্লোগানসহ ফ্রান্স বিরোধী একাধিক স্লোগান নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট মানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি-ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। এরপর সমাবেশ শেষে বিশাল এই বিক্ষোভ মিছিল দর্শনা পৌরসভা থেকে শুর“ হয়ে থানাপাড়া, পুরাতন বাজার, রেলবাজার হয়ে দর্শনা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এর আগে প্রতিবাদ সমাবেশে দর্শনার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মাদরাসার ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে অংশ নেন আলেম ওলামা, ছাত্র-শিক্ষক, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্নদলের নেতৃবৃন্দ ও কর্মী, বিভিন্ন সংগঠন ও কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এ সময় বক্তরা বলেন, বিশ্বনবীর অপমান কোনো ভাবেই সহ্য করা হবে না। তারা বিশ্ব মানচিত্র থেকে ফ্রান্স কে মুছে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন এবং গ্যানিয়ার,টোটাল সহ ফ্রান্সের সকল পণ্য বয়কট করার ঘোষণা দেন। এ সময় ফ্রান্স সরকারের প্রধান মাক্রোঁর ছবি পোড়ানো হয়।