পশ্চিমাঞ্চল অনলাইন সংস্করণ:পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক গুপ্তচরকে গ্রেফতার করেছে ভারতের রাজস্থান পুলিশ। গ্রেফতারের পর ওই গুপ্তচরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই গুপ্তচর ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন বলে দাবি করা হয়েছে।

রাজস্থান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে দ্বিতীয়বার পাক গুপ্তচর ধরা পড়ল। চলতি মাসের শুরুর দিকে ভারতের মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (নাসিক ইউনিট) হাতে ধরা পড়ে আরেক পাকিস্তানি গুপ্তচর।

এদিকে, গত জুনে পাকিস্তানের দূতাবাসের দুই কর্মী, যারা পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিল, তাদের গ্রেফতার করা হয়। এদের আগেই শনাক্ত করছিলেন ভারতীয় গোয়েন্দারা। চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকে এদের ধরার জন্য ফাঁদ পাতেন ভারতীয় গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তথ্য যে পাচার করা হচ্ছে, তা জানতে পারেন গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *