বিনোদন ডেস্ক:
বলিউডে গেল কয়েক বছরে বহু সুপারহিট বায়োপিক তৈরি হয়েছে। সঞ্জয় দত্তের বায়োপিকটি তো রীতিমতো রেকর্ড করেছে আয়ের দিক থেকে। রণবীর কাপুর অভিনীত সে সিনেমা দেশে বিদেশে প্রশংসাও পেয়েছে। তালিকায় আছে ‘সুপার থার্টি’, ‘সাক্সেনা’সহ আরও কিছু বায়োপিক।

এসব ছবির সাফল্য দেখে বায়োপিকের দুম লেগেছে হিন্দি সিনেমায়, বলা যেতেই পারে।

কিন্তু এখন পর্যন্ত কোনো জীবনী নিয়ে নির্মিত সিনেমায় দেখা যায়নি সালমান খানকে। এবার নাকি সেটাই হতে চলেছে। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, সেই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। সংবাদ প্রতিদিন বলছে, এক ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি তেমনটাই।

‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর ধরা হয়। রুপোলি পরদায় তাঁকেই জীবন্ত করে তুলবেন সালমান। গুঞ্জন তেমনই।

সূত্র জানাচ্ছে, নাটকীয় থ্রিলারের মেজাজে তৈরি হবে ছবিটি। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম খুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সালমানকে।

তফাত হল, এবারের গুপ্তচরটি বাস্তবের পৃথিবী থেকেই রুপালি পরদায় আবির্ভূত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *