বেনাপোল বন্দরে কেমিক্যাল ভর্তি ট্রাকে আগুন

যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩২নং শেডের সামনে ভারতীয় একটি কেমিক্যাল ভর্তি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের অভ্যন্তরে ভারতীয় একটি কেমিক্যাল বোঝাই ট্রাকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঢাকার আমদানিকারক ষ্ট্যান্ডার্ট ফিনিস অয়েল কোম্পানী ভারত থেকে এক হাজার বস্তা কেমিক্যাল আমদানী করে যার আমদানীমূল্য ৮ হাজার মার্কিন ডলার। এর রফতানিকারক কলকাতা মেড ইমপেক্স লিমিটেড।
পণ্যচালানটি একটি ট্রাকে করে বন্দরের ৩২ নাম্বার শেডের সামনে অনলোডের জন্য অপেক্ষা করছিল। কোন কিছু বোঝার আগেই বৃষ্টির পানি পড়ে ট্রাকে থাকা কেমিক্যালে আগুন ধরে যায়। বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে, কী কারণে আগুন লেগেছে সেটা তদন্তে কমিটি গঠন করা হবে বলে পরিচালক জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *