দর্শনা অফিসঃ চুয়াডাঙ্গা সদর বেগমপুরের যদুপুরে বর্গা চাষের জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা সহ দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধা জাহেদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের বিলপাড়ার সাহেদ আলীর ছেলে বাবু শেখ মাঠাল এক বিঘা জমি বিক্রি করে দেয় একই এলাকার আবুল হোসেনের স্ত্রী হালিমা খাতুনের কাছে। এ জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন একই পাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে সৈয়দ আলী। এতে হালিমা খাতুনের জমি বাবু শেখ বর্গা না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে। জমি বর্গা নিতে হালিমার নিকট দৌড়ঝাপ শুর করেন বাবু শেখ। তাতে কোন কাজ না হওয়ায় সৈয়দ আলীর সাথে কারণে, অকারণে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়,প্রায় বিরোধ সৃস্টি করে বাবু শেখ। তাতে কোন কাজ না হওয়ায় সৈয়দ আলীর নেওয়া বর্গা জমিতে যাতে পানি নিতে না পারে সেজন্য জমির উপর দিয়ে যাওয়া পানির ক্যানাল ভেঙ্গে দেয় বাবু শেখ। গতকাল শনিবার বিকালের দিকে সৈয়দ আলী পলিথিনের পাইপ দ্বারা নলকুপ (স্যালো) থেকে জিমিতে পানি (সেচ) দিতে থাকে। এ পানি দিতে বাবু শেখের আমবাগানের কিছু অংশের উপর দিয়ে গেলে তেলে বেগুনে জ্বলে বাবু শেখ, স্ত্রী রহিমা, ছেলে ফরহাদ ও মেয়ে সীমা সঙ্গবদ্ধ হয়ে হামলা চালায় সৈয়দ আলীর উপর। এসময় হামলাকারীদের কবল থেকে ছেলে রক্ষা করতে মা জাহেদে বেগম এগিয়ে এলে হামলার শিকার হয়ে গুরুত্বর ভাবে আহত হয় জাহেদা বেগম। ফলে আহত সৈয়দ আলী (৩৬) ও মা জাহেদা বেগমকে (৬০) আহত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদের মধ্য সৈয়দ আলী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মা জাহেদা বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে রাখা হয়।বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, যারা গ্যাঞ্জাম করেছে তারা পরস্পর,পরস্পর আত্ত্তী। জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে মেয়েদের ধাক্বায় জাহেদা বেগম পড়ে যেয়ে আহত হয়েছে। তবে কোন রক্তাক্তের ঘটনা ঘটেনি।