মেহেরপুর প্রতিনিধি:বিশ্ব এইডস দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,ডা,ফয়সাল হাবিব,ব্রাকের প্রতিনিধি আবু হানিফ,পি এস কে এস এর প্রতিদিন কামরুজ্জামান, ই পি আই সুপার আ,সালাম প্রমুখ। এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে মেহেরপুর ওয়াপদার মোড়ে অনুষ্টিত মানববন্ধনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম,আর এম ও ডাঃ মোখলেসুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,ডা, ফয়সাল হাবিব,ব্রাকের প্রতিনিধি ফজলুর রহমান,সিডিপির কো-অডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।