বিমানে উঠতে গিয়ে ৩ বার হোঁচট খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন

পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:জানুয়ারির তৃতীয় সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। তার জন্য বরাদ্দকৃত বিশেষ এয়ার ফোর্স ওয়ান বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় একবার নয়, দুইবার নয়, তিন-তিন বার হোঁচট খেয়ে পড়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান বিমান ব্যবহার করেন জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ মার্চ) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন তিনি। সে যাত্রায় সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময়ই বাধে বিপত্তি।

লম্বা সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় সিঁড়ির মাঝ বরাবর পৌঁছাতেই প্রথম হোঁচট খান বাইডেন। ডান হাতে রেলিং ধরে থাকলেও প্রথম দফায় বাম হাত দিয়ে নিজেকে কোনো মতে রক্ষা করতে সক্ষম হন তিনি। এরপর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় হোঁচটে আবারও পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। আবারও বাম হাতে ভর দিয়ে উঠে দাঁড়ান।

সেখান থেকে আবারও হাঁটা শুরু করলে তৃতীয় দফায় হোঁচট খান। এবার আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। পড়ে যান সিঁড়ির ওপর। নিয়ন্ত্রণ সামলে আবারও উঠে দাঁড়িয়ে এবার যেন একটু ক্ষান্ত বাইডেন। হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুর অবস্থা একটু পরখ করে নেন। একটু সময় হাতও বুলিয়ে নেন হাঁটুর ওপর। পরে একটু সময় নিয়ে আবারও উপরে উঠতে শুরু করেন তিনি। তবে এসময় দু’হতে রেলিংয়ে ভর দিয়ে কিছুটা ধীরে-সুস্থে বাকি অংশটা পার হন তিনি।

এ ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জ্যাঁ পিয়েরে বলছেন, ‘তখন খুব বাতাস হচ্ছিল। ওপরে উঠতে বেশ বেগ পেতে হচ্ছিল। তিনি (প্রেসিডেন্ট বাইডেন) শতভাগ ঠিক আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *