স্টাফ রিপোর্টার: ৩ নভেম্বর জেল হত্যা দিবস।বাংলাদেশর ইতিহাসে এক কলংকময় দিবস। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার কারা অভ্যন্তরে কিছু কুলাঙ্গার নির্মম ভাবে হত্যা করে। গতকাল ছিলো সেই কলংকময় দিন। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনটিকে এবং জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্বরন করে। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৬ টায় জেলা যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তলন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার,দলীয় পতাকা যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমান, কাল পতাকা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্প মাল্য অর্পন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু, শরীফ হোসেন দুদু, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, শেখ সাহি, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, শামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, সজল, আশা, আলিম, ইমরান, বাচ্চুসহ জেলা যুবলীগের সকল সদস্য বৃন্দ।
জেলা হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিকে গতকাল সকাল সাড়ে ৬ টায় চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *