স্টাফ রিপার্টার: বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। গতকাল রোববার বেলা ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক এ প্রতিবাদ মিছিল করে স্বেছাসবকলীগ নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায় তাদের। শান্তিপূর্ণ মহাসমাবশের নামে বিএনপি-জামাত কতৃক ঢাকায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবন হামলা-ভাংচুর, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবপক আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবপক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

প্রতিবাদ মিছিলে আরও উপস্তিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সয়দ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজলা সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ। এ সময় আরও উপস্তি ছিলেন, সাবেক জেলা সদস্য ইমরান আহাম্মেদ বিপ্লব,নাফিউর রহমান ডেভিড, আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, আব্দুল আলিম,সামাদ মল্লিক,আব্দুর রহিম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেক সামি তাপু, জেলা ছাত্রলীগর সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, সদর সাবেক যুগ্ম আহবায়ক ইমরান আহাম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসন, ওয়াশিম সভাপতি ১ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ৪ নং ওয়ার্ড সভাপতি পিটু, ৫ নং ওয়ার্ড সভাপতি তাওরাত, ৯ নং ওয়ার্ড সভাপতি খান ফয়সালসহ বিভিন ইউনিটের নেতৃবৃন্দ
পর, শহরের বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা দোকানপাট খুলে দিতে অনুরোধ জানান ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তার অনুরোধে বেশ কিছু দাকানপাট মালিকরা খুলে দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *