জীবননগর অফিস:বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে যুগ্ম-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হলেন জীবননগর সাব রেজিষ্ট্রার মাকসুদুর রহমান। শুক্রবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করে। ৪শ’ ৭৯জন ভোটার ভোটাধিকারের মাধ্যমে জিয়াউল-কাউসার-জাহিদ-ইমরুল বার পরিষদ প্যানেলের কার্যনির্বাহী পরিষদের ৪২টি পদের মধ্যে সভাপতি, মহাসচিব ও যুগ্ম দপ্তর সম্পাদকসহ ৪০টি পদে বিজয় লাভ করে। অপর দিকে সফিকুল- লুৎফুল- সহিদ-রমজান-মাইকেল প্যানেলের ৪২টি পদের মধ্যে নির্বাহী সদস্য পদে দুই জন নির্বাচিত হয়।
বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০২০-২১ দ্বিবার্ষিক নির্বাচনে জিয়াউল-কাউসার-জাহিদ-ইমরুল ও সফিকুল- লুৎফুল- সহিদ-রমজান-মাইকেল দু’টি প্যানেল দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ৪শ ৭৯ জন ভোটার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে জীবননগর সাব-রেজিষ্টার মাকসুদুর রহমান যুগ্ম দপ্তর সম্পাদক পদে ২শ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ২শ ৯ ভোট পান। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি জিয়াউল-কাউসার-জাহিদ-ইমরুল পরিষদের নির্বাচিতরা হলেন সভাপতি পদে জেলা রেজিষ্ট্রার জিয়াউলহক, সিনিয়র সহসভাপতি সাব-রেজিষ্টার শেখ কাউসার আহাম্মেদ, সহসভাপতি পদে জেলা রেজিষ্টার মিশন চাকমা, খন্দকার হুমায়ুন কবির, খন্দকার জামিলুর রহমান, রফিকুল ইসলাম, সেলিম হাওলাদার, সাব-রেজিষ্টার আফসানা বেগম, জেলা রেজিষ্টার মিজানুর রহমান, মহাসচিব সাব রেজিষ্টার জাহিদ হাসান, যুগ্ম মহাসচিবপদে সাব রেজিষ্টার ইমরুল খোরশেদ, আবু তাহের মোহাম্মদ মোস্তফা, গোলাম মোর্তজা, সাংগঠনিক সম্পাদক সাব রেজিষ্টার এস.এম শফিউল বারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব রেজিষ্টার ওমর ফারুক, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল ইমাম, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক এস.এম আবু মুসা, ক্রীড়া সম্পাদক পদে সোহরাব হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাতেন, কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, যুগ্ম দপ্তর সম্পাদক মাকসুদুর রহমান, আইন বিষয়সক সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও যোগযোগ বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সম্পাদক খিলমত, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক খিদমত, গোবিন্দ সাহা, নূরে তোজাম্মেল হোসেন, মহিলা সম্পাদক শুভ্রা রানী দাস, নির্বাহী সদস্য আরিফুর রহমান, একে.এম মীর হাসান, দেলোয়ার হোসেন খন্দকার, অশোক বসাক, জহিরুল ইসলাম, মকছু মিয়া, আরিফুর রহমান, নাবির আক্তার ও রায়হান হাবিব নির্বাচিত হন। সফিকুল- লুৎফুল- সহিদ-রমজান-মাইকেল পরিষদের নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *