দর্শনা অফিসঃ দর্শনায় বাস টার্মিনালের ভিত্তি প্রস্তুর উদ্বোধনের করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ড জীবনগর সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন রশিক শাহর মাজারের পশ্চিমপার্শ্বে এ বাস টার্মিনাল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এ টার্মিনালের কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।তিনি বলেন, দর্শনা বাসস্ট্যান্ডে একটি বাস টার্মিনাল নির্মিত হবে এটা ছিল দর্শনা বাসির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। আজ ভিত্তি প্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ করা হলো। এখানে বাস টার্মিনাল নির্মিত হলে দর্শনা পৌর শহরের মূল সড়কে যানজট নিরসন ও যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ দুরীকরণ হবে।যার ফলে সড়কের পার্শ্বে যত্রতত্র ভাবে দাঁড় করিয়ে রাখা দূর পাল্লার পরিবহন মুক্ত থাকলে চলাচলের সময় পথচারীদের আর ভোগান্তি পোহাতে হবে না।এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হাজী আকমত আলী, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর চাঁন্দু মাস্টার, মাইনুদ্দিন মন্টু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনার মধ্যদিয়ে বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন দর্শনা বাসস্ট্যান্ডে জামে মসজিদের পেশ ইমাম ওসমান গনি।উল্লেখ্য, দর্শনা পৌর শহরের মূল সড়কে যানজট নিরসন ও যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ দুরীকরণের লক্ষ্যে ২০১৬ সালে দর্শনা বাসস্ট্যান্ডে রশিক শাহ্’র মাজারের সামনের রাস্তার পশ্চিম পাশে চুয়াডাঙ্গা জেলা পরিষদ তার নিজস্ব জমিতে বাস টার্মিনাল নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। টার্মিনাল নির্মাণে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হয়। ওই বছরের ৩১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা পরিষদের তৎকালীন প্রশাসক মাহফুজুর রহমান মনজু প্রকল্পস্থানে ‘দর্শনা বাস টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে ১০ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে মাটি ভরাট ও প্যালাসাইডিং এর কাজও করা হয়। ২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলে অজ্ঞাত কারণে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রকল্পটির বাস্তবায়ন হতে যাচ্ছে। ##########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *