স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলার নবগঠিত কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা জেলা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কমিটির সদস্যরা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো.রবিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সাথে সাক্ষাৎ করেন তাঁরা। পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন নবগঠিত কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রফেসর কামরুজ্জামান, নির্বাহী সভাপতি প্রফেসর এস এম ইস্রাফিল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক ডা. শামীম কবিরসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।