বাংলাদেশ পুলিশের আযোজনে দামুড়হুদা মডেল থানা এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ
দামুড়হুদা প্রতিনিধিঃকোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের আযোজনে দামুড়হুদা মডেল থানা পুলিশের পক্ষ থেকে দামুড়হুদা থানা এলাকায় জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রান্তের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দেশব্যপী বাংলাদেশ পুলিশের আযোজনের অংশ হিসেবে গতকাল দামুড়হুদা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেকের নেতৃত্ব উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধ মোকাবেলায়, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করেন।এসময় পথচারী,অটোরিকশা চালক,ভ্যানচালক সহ যাত্রীসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় জনসাধারণের উদ্দেশ্যে ওসি ( তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা আমাদের ও আপনাদের সকলের পরিবারের জন্য সচেতন হোন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন, ঘরের বাহিরে বার হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।বাহির থেকে ঘরে গেলে সাবান পানি দিয়ে হাত-মুখ ভালো ভারে ধুয়ে ফেলুন। এছাড়াও তিনি বলেন, এখনো পর্যন্ত আপনারা যারা সরকারের দেওয়া করোনার টিকা গ্রহণ করেন নি দ্রুত ঠিকা গ্রহণ করুন। নিজে সুস্থ থাকুন পরিবার সহ আপনার আশপাশের সকলকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার, এসআই বাকি বিল্লাহ, এস আই আমজাদ হোসেন, কেরামত, তৌহিদুর রহমান শেখ, মাহাবুব রহমান, এ এস আই কার্তিক,এ এস হাই হারুন, সহ থানার পুলিশ সদস্যরা ।