বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন
মুজিবনগর প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল রবিবার বিকালে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান, সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সৈয়দ নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, সদস্য আদনান সুমন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হাসান বিপ্লাব, সাধারন সম্পাদক আরিফ হোসেন, সহসভাপতি মতিউর রহমান মতিনসহ জেলা ও উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা মুজিবনগর পৌছালে মুজিবনগর ও মেহেরপুরের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। শেষে ঐতিহাসিক মুজিবনগরের স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।