স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের তত্বাবধানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা প্রতিরোধ ও চিকিৎসা উপহার সামগ্রী প্রদাণ করা হয়েছে। বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আ’লীগের সমাকল্যাণ উপকমিটি কতর্ৃক বাংলাদেশের প্রতিটি জেলার সবকটি হাসপাতালের জন্য এ সামগ্রী দেয়া হয়।
তারই ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল রোববার বেলা সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীরের নিকট করোনা প্রতিরোধ ও চিকিৎসা সামগ্রী বুঝিয়ে দেন। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ১টি অক্সিজেন কনসেনট্রেটর, ২ হাজার টি মাস্ক, ২০ সেট পিপিই, ১শ’ টি স্যাভলন সাবান এবং ৫০ টি হ্যান্ড সেনিটাইজার।সে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।