মেহেরপুর প্রতিনিধি :কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগ, জেলা মহিলা যুবলীগ ও জেলা তাতিলীগ। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মেহেরপুর পৌর কমিনিটি সেন্টারে প্রতিবাদ সমাবেশ করা হয়। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন সহ আরও অনেকে। এর আগে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদ জানায় জেলা আওয়ামী মহিলা যুবলীগ। সমাবেশে বক্তব্য রাখেন সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম চান্দু, জেলা ছাত্রলেিগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ। ওই সমাবেশ শেষ হলে মেহেরপুর জেলা তাতিলীগের উদ্যোগে প্রেস ক্লাবের সামেন আরও একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। বক্তব্য রাখেন তাতিলীগের সভাপতি সুবাদ আলী, সেক্রেটারী জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।