স্পোর্টস রিপোর্টার:গত ৩রা অক্টোবরের নির্বাচনে জিতে চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। গতকাল নির্বাহী সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সালাউদ্দিনের সঙ্গী ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও কাজী নাবিল আহমেদসহ অন্যরা। পুষ্পস্তবক অর্পণ করে সালাউদ্দিনসহ অন্যরা কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সবাইকে স্মরণ করেন। সালাউদ্দিন বলেন, ‘আজ আমরা নির্বাচিত কমিটি এখানে এসেছি। এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ আজ আমি ও আমরা যে বাফুফেতে সদস্য নির্বাচিত হয়েছি, তাতে সবচেয়ে বড় অবদান উনার। দেশ স্বাধীন না হলে আমরা এই সুযোগ পেতাম না।
দেখেন আজ আমি সাফেরও (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন) সভাপতি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন বলেই তো হতে পেরেছি।