সোহাগ মন্ডল,মুজিবনগর প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর পতাকা উত্তোলনের মধ্য দিয়েই দিবসটির শুভ সূচনা করেন মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর ।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আজ শনিবার ১১ টায় উপজেলা হল রুমে আলোচনা সভা উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু, উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া আক্তার, সিডিপি‘র প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়, সু-প্রতিবেশীর সভাপতি রেহেনা খাতুন, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটিডের ম্যানেজার মাহফুজুর রহমান। প্রমুখ। শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *